শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা দিল্লিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

দিল্লিতে প্রকাশ্য দিবালোকে সন্তানের সামনে তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর ঘাতক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিল্লির দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুপুরে সাগরপুর পুলিশ স্টেশনে ফোন আসে যে, এক নারীকে কোপানো হয়েছে। ফোন পাওয়ার পর দ্রুতই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজের বরাতে পুলিশ আরও জানায়, ওই নারী তার সন্তানকে নিয়ে বাসায় যাওয়ার পথে ঘাতক দৌড়ে এসে ছুরিকাঘাত করে। দুপুর প্রায় ২টা ১০ মিনিট নাগাদ ঘটনা ঘটিয়ে ঘাতক পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘাতক ও ভিকটিম আগে পরস্পর প্রতিবেশী ছিলেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। সে বিষয়ে তদন্ত চলছে। খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন