শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দিল্লি জামে মসজিদে একসঙ্গে ইফতার করে বহু পরিবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১২:১১ এএম

পরিবারের সবাই কমবেশি কর্মব্যস্ত। এক ছাদের নিচে বাস করলেও শত ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের একজনের সঙ্গে অন্যজনের দেখা-সাক্ষাৎ ছুটির দিন ছাড়া খুব কমই হয়। তবে রমজান মাস সবাইকে একই টেবিলে বসে খাবারে বাধ্য করে। সন্ধ্যায় ইফতারকালে কর্মস্থলে অনেককেই ইফতার করতে হয়। তবে সাহারীর সময় ভিন্ন কথা। এসময় অফিস-আদালত বন্ধ থাকায় পরিবারের সব সদস্য বাড়িতেই অবস্থান করেন। আর এ সুযোগে সাহারীটা একসাথেই করা হয় এবং পরিবারের সব সদস্যের খোঁজ-খবর নেয়া, কুশল বিনিময় হয় ভালোভাবেই।

তবে সুযোগ পেলেই অনেক পরিবার সন্ধ্যায় একসঙ্গে ইফতার করার সুযোগ গ্রহণ করেন। আর এক সঙ্গে ইফতার যদি হয় একটি মসজিদ চত্বরে তাহলে তো কথাই নেই। যেমন দিল্লি জামে মসজিদের কথা ধরা যায়। মুসল্লিদের নামাজ আদায়ের বাইরে মসজিদের পূর্ব চত্বরের বিশাল এলাকা অনেকটাই ফাঁকা থাকে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বসে আরাম করেন, খাওয়া-দাওয়া করেন, কুশল বিনিময় করেন।
আর এই পবিত্র রমজানে পুরো পরিবার জামে মসজিদ পরিদর্শনে এসে এখানেই ইফতার সারছেন। ছবিটি চলতি রমজানেই তোলা। সূত্র : নিউজ জানি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
কামাল ২৪ এপ্রিল, ২০২২, ১০:২৫ এএম says : 0
মাশায়া্ল্লাহ, খুবই সুন্দর দৃশ্য।
Total Reply(0)
মাওলানা আব্দুল্লাহ আল রোমান ২৪ এপ্রিল, ২০২২, ৯:৩৭ এএম says : 0
ইনকিলাব আমারও আমার পরিবারের প্রিয় পত্রিকা ইনকিলাব কে ধন্যবাদ
Total Reply(0)
মাওলানা আব্দুল্লাহ আল রোমান ২৪ এপ্রিল, ২০২২, ৯:৩৮ এএম says : 0
ইনকিলাব আমারও আমার পরিবারের প্রিয় পত্রিকা ইনকিলাব কে ধন্যবাদ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন