ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রেখেছে এবং রুশ কূটনীতিকদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।
রুশ সংবাদমাধ্যম আরটি রবিবার এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আনাতোলি আন্তোনোভ এ অভিযোগ করেন।
আনাতোলি আন্তোনোভ বলেন, ‘দূতাবাস মূলত মার্কিন কর্তৃপক্ষের অবরোধের মধ্যে আছে। হিউস্টন ও নিউইয়র্কে আমাদের জেনারেল কনস্যুলেটগুলোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাংক অফ আমেরিকা।’
তিনি আরও বলেন, ‘কর্মীরা ফোন ও মেইলে হুমকি পাচ্ছেন। বড় একটি বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য দূতাবাস থেকে বের হওয়ার স্থানটি পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিল্ডিংয়ে রং ছোড়া হয়েছে।’
আরটির প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে বিভিন্ন দেশে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের ডাবলিন, রোমানিয়ার বুখারেস্ট, অস্ট্রিয়া ও লাটভিয়াতে এ ধরনের ঘটনা ঘটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন