শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মালি ও বুরকিনায় ১৫ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

পশ্চিম আফ্রিকার দুই দেশ মালি এবং বুরকিনা ফাসোতে জিহাদিদের হামলায় অন্তত ১৫ সেনা নিহত হয়েছেন। এতে আরও ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় জিহাদিদের বিরুদ্ধে লড়াই করে আসা মালি ও বুরকিনা ফাসোর সামরিক বাহিনী এবং নিরাপত্তা সূত্রগুলো শনিবার হতাহতের এই তথ্য জানিয়েছে। মালির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার গভীর রাতে মালির মধ্যাঞ্চলের তিনটি সেনা শিবিরে বিস্ফোরক বোঝাই একাধিক গাড়ি চালিয়ে দিয়েছে আত্মঘাতী বোমা হামলাকারীরা। এতে ১০ সেনা নিহত হয়। এতে আরও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া অন্য দুটি স্থানে জিহাদিদের হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। এদিকে বুরকিনা ফাসোর দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছেন, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সীমান্তের ওপারের গাসকিন্দে এলাকার একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। এতে পাঁচ সেনা এবং ছয় বেসামরিক নিহত হয়েছেন। গত দুই বছরে মালি ও বুরকিনা ফাসোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছে দেশ দুটির সামরিক জান্তারা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত পূর্বসূরিদের চেয়ে বেশি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে তারা। কিন্তু দুই দেশেই সহিংস হামলা অব্যাহত রয়েছে। গ্রামীণ মরু অঞ্চল থেকে ইসলামপন্থি যোদ্ধাদের নির্মূলের প্রচেষ্টার সময় উভয় দেশের সশস্ত্র বাহিনী বেসামরিক নাগরিকদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চল ইসলামপন্থিরা দখলে নেওয়ার পর দেশটিতে সংকটের শুরু হয়। ফরাসি সেনারা অভিযান চালালে পিছু হটতে বাধ্য হয় ইসলামপন্থি জিহাদিরা। পরে আবারও সংগঠিত হয়ে রাজধানী বামকোর কাছে একাধিক হামলা চালায় তারা। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন