শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনায় মালয়েশিয়ায় নতুন আক্রান্ত ২৪৭৮, মৃত্যু ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

মালয়েশিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৪৭৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৫৫১ জন। এ সময় আরো আটজনের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিতদের মধ্যে সাতজন বাইরে থেকে আসা এবং অন্যরা স্থানীয়ভাবে সংক্রমিত। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। করোনায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫০৭ জন। নতুন করে করোনামুক্ত হয়েছে নয় হাজার ২১৫ জন। মোট করোনামুক্ত হয়েছে ৪৩ লাখ ৩০ হাজার ৩৭ জন। বর্তমানে ৬৮ হাজার সাতজন আক্রান্ত রয়েছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন