শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৃহস্পতিবার সউদী আরব সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১০:৪৫ পিএম

আগামী বৃহস্পতিবার সউদী আরব সফরের পরিকল্পনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলার পর এ‌ সফরের পরিকল্পনা করেছেন এরদোগান। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার সউদী আরব সফর করবেন এবং সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন। -রয়টার্স।

২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সউদী কনস্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সউদী গুপ্তচরেরা। এ ঘটনায় সউদী ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ আনে তুর্কি সরকার এবং এই ঘটনায় দু’দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি এই ইস্যুতে সউদী আরব তুর্কি পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। নাম প্রকাশ না করার শর্তে সফরের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এ সফরের সময়সূচি ঠিক হয়েছিল। তবে কিছু কারণে তা আগামী মাসে চলে যেতে পারে। তুরস্কের আদালত গত মাসে খাশোগি হত্যার মামলা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ২৬ আসামির অনুপস্থিতিতে এতদিন এ মামলা চললেও তুরস্ক এ মামলাটি সউদী আরবে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন