শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নাতনি হেলিকপ্টার চড়েই দাদা বাড়ি এল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

পরিবারে নতুন সদস্য এলে চারদিকে যেন আনন্দ ধরে না। সদ্য জন্ম নেওয়া শিশুকে ঘিরে উৎসবের আমেজ শুরু হয়। পরিবারের অন্যান্য সদস্যরা এই ছোট্ট শিশুকে বরণ করে নিতে কত কীই না করে থাকেন। পুণের এক কৃষক পরিবারে কিছুদিন আগেই জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তানের। তার আগমনে পরিবারের সবাই খুশি। সবচেয়ে বেশি খুশি হয়েছে তার দাদা। তার যেন আনন্দের শেষ নেই। নাতনিকে তাই বাড়ি আনতে হেলিকপ্টারই ভাড়া করে ফেলেন ভারতের পুণের ওই কৃষক। নাতনির জন্য কোনো কিছুতেই কোনো কমতি রাখতে চাননি তিনি। মঙ্গলবার ভাড়া করা ওই হেলিকপ্টারে করেই বাড়ি ফিরেছে তার নাতনি। পুণের বালেওয়াদি এলাকার বাসিন্দা অজিত পান্ডুরাং বালওয়াদকর জানিয়েছেন, তিনি তার নাতনিকে বড় আয়োজনের মাধ্যমে বরণ করতে চেয়েছিলেন। সে কারণেই হেলিকপ্টার ভাড়া করা হয়। তিনি জানান, শেওয়াল ওয়াদি এলাকায় ছেলের শ্বশুরবাড়িতে নাতনির জন্ম। যখন নাতনির দাদার বাড়িতে ফেরার সময় এলো তখনই তিনি ওই হেলিকপ্টারটি ভাড়া করেন। এরপর ওই হেলিকপ্টারে করেই নাতনি এবং তার মাকে বাড়িতে আনা হয়। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন