শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অন্য ধর্মের ছুটি নিষিদ্ধ সউদি আরবে

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক অনুষ্ঠান ছাড়া ভিন্ন ধর্মের যাবতীয় অনুষ্ঠানে ছুটি বন্ধ করে দিল সউদি শিক্ষা মন্ত্রণালয়। দেশের আন্তর্জাতিক স্কুলগুলোকে এ বিষয়ে সতর্ক করে সউদি সরকার জানিয়েছে, শুধুমাত্র ইসলামিক অনুষ্ঠানে স্কুলগুলোকে বাধ্যতামূলক ছুটি দিতে হবে। এর বাইরে আর কোনো ছুটি দেয়া যাবে না। ফলে, এবার থেকে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষেও স্কুল খোলা রাখতে হবে। এই নির্দেশ অগ্রাহ্য করলে, শাস্তিস্বরূপ সেই স্কুলগুলোকে ‘নিষিদ্ধ’ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়, আন্তর্জাতিক স্কুলগুলো নিজেদের সুবিধামতো ছুটি দিয়ে পরে পরীক্ষার দিন বদল করতে পারবে না। সবক’টি স্কুলকে বলা হয়েছে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতে হবে। স্কুলে ছুটি দেয়া বা পরীক্ষা নেয়া সবকিছুই করতে হবে ক্যালেন্ডার মেনে। যে সমস্ত স্কুল তা মানবে না তাদের লাইসেন্সই বাতিল করে দেয়া হবে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন