শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

২৮৭ ব্রিটিশ এমপির ওপর নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

২৮৭ জন ব্রিটিশ এমপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার এমপিদের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া বুধবার এই পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘১১ মার্চ ব্রিটিশ সরকারের ৩৮৬ জন দুমা সদস্যকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, পাল্টা ব্যবস্থা হিসেবে, হাউস অফ কমন্সের ২৮৭ সদস্যের উপর ব্যক্তিগত বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।’ রাশিয়া ইতোমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পাশাপাশি উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং আরও কয়েকজনকে কালো তালিকাভুক্ত করেছে। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের মোট সদস্য সংখ্যা ৬৫০ জন। মস্কো জানিয়েছে, এই তালিকাটি এমন এমপিদের অন্তর্ভ‚ক্ত করা হয়েছে যারা রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা তৈরিতে ‘সবচেয়ে সক্রিয় অংশ’ নিয়েছেন এবং ‘রুশোফোবিক হিস্টিরিয়া’তে আক্রান্ত। আরটি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন