সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে তীব্র দাবদাহের সতর্কবার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০৩ এএম

তাপামাত্রা বাড়তে থাকায় ভারতজুড়ে তীব্র দাবদাহের সতর্ক বার্তা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। দেশটির উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ অংশে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি); তারপর থেকে আবহাওয়ায় ‘বড় ধরনের কোনো পরিবর্তন’ হবে না বলে জানিয়েছে তারা। বিবিসি জানিয়েছে, সাধারণত মে-জুনে ভারতে দাবদাহ নিয়মিত ঘটনা হলেও চলতি বছর মার্চেই উচ্চ তাপমাত্রাসহ গ্রীষ্ম শুরু হয়ে যায়। এবার মার্চের সর্বোচ্চ গড় তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ওই মাস থেকেই দাবদাহ দেখা দিতে শুরু করে। আবহাওয়া বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট জানিয়েছে, চলতি বছরের আগাম দাবদাহে প্রায় ১৫টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকী মনোরম তাপমাত্রার জন্য পরিচিত হিমাচল প্রদেশও এর বাইরে ছিল না। আসছে সপ্তাহে রাজধানী দিল্লিতে পারদ ৪৪ সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আইএমডির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নরেশ কুমার চলতি দাবদাহের জন্য স্থানীয় বায়ুমণ্ডলীয় কারণগুলোকে দায়ী করেছেন। এগুলোর মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উৎপত্তি হওয়া ঝড়ের কারণে বর্ষাকাল শুরুর আগে ভারতের উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলে কম বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়বিরোধী উচ্চ বায়ুমণ্ডলীয় চাপীয় এলাকায় বাতাসের ঘনীভূত হওয়া- এর কারণে মার্চে ভারতের পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশে দেখা দেওয়া উষ্ণ, শুষ্ক আবহাওয়া। এসব লক্ষণ দৃশ্যমান হয়েছে। কৃষকরা বলছেন, তাপমাত্রার অপ্রত্যাশিত বৃদ্ধিতে তাদের গমের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন