শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিচারবিভাগে হস্তক্ষেপের বিরুদ্ধে সরব ভারতের প্রধান বিচারপতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই সরকার, আইনসভা এবং বিচারব্যবস্থায় ক্ষমতার ‘লক্ষ্মণরেখা’ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ ভি রমণা। দেশটির বিচারবিভাগে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তিনি বলেন, বহু ক্ষেত্রেই আদালত রায় ঘোষণা করলেও তা কার্যকর করার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। জনস্বার্থ মামলা যাতে ব্যক্তিস্বার্থ মামলায় পরিণত না হয়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের সভায় তিনি এসব কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকার। ওই আলোচনাসভায় সরকারকে ‘দেশের সবচেয়ে বড় মামলাবাজ’ বলেও আখ্যায়িত করে দেশটির প্রধান বিচারপতি বলেন, ভারতের মোট মামলার ৫০ শতাংশ ক্ষেত্রেই সরকারই একটি পক্ষ। বহু ক্ষেত্রেই আদালতের নির্দেশ অমান্য করছে সরকার। প্রধান বিচারপতি বলেন, যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার, সংসদ এবং বিচার ব্যবস্থার মধ্যে ক্ষমতার পৃথকীকরণ করে দিয়েছে সংবিধান। কর্তব্যপালনের ক্ষেত্রে সেই লক্ষ্মণরেখা পার করা নিয়ে সতর্ক থাকা উচিত সকলের। এর ফলে গণতন্ত্রই শক্তিশালী হবে। খবরে বলা হয়, দেশের বিচারব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আয়োজিত ওই সভায় প্রধান বিচারপতির এমন মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদীর জমানায় বিচারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের দিকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। ইন্ডিয়ান এক্সপ্রেস, এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন