রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন থেকে ১০ লাখের বেশি মানুষকে রাশিয়ার সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার তার এ মন্তব্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। রাশিয়ায় সরিয়ে নেওয়া মানুষদের মধ্যে ১ লাখ ২০ হাজার বিদেশি নাগরিকও রয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিক থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। অভিযান শুরুর আগমুহূর্তে দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখনো এই অভিযান চলছে। পশ্চিমা দেশগুলো এ অভিযানকে হামলা হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, রুশ অভিযান শুরুর পর ইউক্রেন ছেড়েছে ৫৪ লাখের বেশি মানুষ। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন