বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমি ফিরেছি : ট্রুথ সোশালে ট্রাম্পের প্রথম পোস্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

ফেইসবুক, টুইটার ও ইউটিউবে নিষিদ্ধ হওয়ার বছর খানেক বাদে নিজের প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে হাজির হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মাস আগে চালু হওয়া ট্রুথ সোশালে বৃহস্পতিবার প্রথম পোস্টে তিনি লিখেছেন : ‘আই অ্যাম ব্যাক!’ এমন এক সময়ে ট্রাম্প নীরবতা ভাঙলেন, যখন ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলের দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। তিনি ফের সহিংসতা উসকে দিতে পারেন, এমন ঝুঁকির কারণ দেখিয়ে পরে তাকে পাকাপাকিভাবে নিষিদ্ধ করা হয়। এই মাইক্রোব্লগিং সাইটের হবু মালিক মাস্ক টুইটারে ‘বাক স্বাধীনতা নিশ্চিত করতে’ নীতিগত পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। তার এমন ঘোষণায় বেজায় খুশি রিপাবলিকানরা। অবশ্য মাস্কের টুইটার কেনার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছেন, টুইটারে আর ফিরছেন না তিনি। গত ২১ ফেব্রুয়ারি অ্যাপলের অ্যাপ স্টোরে অবমুক্ত হওয়া ট্রুথ সোশালে যে কোনো পোস্টকে বলা হয় ‘ট্রুথ’। অবশ্য চালু হওয়ার সময়ই এই মাধ্যমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট গত ১৪ ফেব্রুয়ারি টুইট করেছিলেন ট্রাম্প জুনিয়র। সেখানে তিনি বলেছিলেন, “তৈরি হোন! আপনার পছন্দের প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই দেখা হবে।” রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন