শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

নিম্ন আয়ের পরিবারের মাঝে বিএনপি নেতা বকুলের ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৭:৫১ পিএম

৬০০ নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের দুস্থ, অসহায়, ছিন্নমূল এবং নিম্ন আয়ের প্রায় ৬০০ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুল।
শনিবার (৩০ এপ্রিল) পবিত্র মাহে রমজানের ২৮তম দিনে দুপুর আড়াইটায় খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তর্গত আঞ্জুমান স্কুল প্রাঙ্গণে তরুণ উদীয়মান বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে এবং ৫নং ওয়ার্ড বিএনপির সার্বিক তত্বাবধানে সমাজের প্রায় ছয় শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছেঃ পোলাওয়ের চাল, সেমাই, চিনি এবং গুড়ো দুধ। প্রতিবছরের ন্যায় এবারো ঈদের ২দিন আগে এসব উপহার সামগ্রী পেয়ে দৌলতপুর থানার দুস্থ, অসহায় এবং ছিন্নমূল পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত হোন এবং তারা কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ ইমাম হোসেনের সভাপতিত্বে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আনসার আলী, শরিফুল আনাম, মিজানুর রহমান মিল্টন, মুজিবুর রহমান, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতলুবুর রহমান মিতুল, খবির উদ্দিন, মিজানুর রহমান, বেল্লাল হোসেন, মাজেদ হাওলাদার, বিপ্লব, হুমায়ুন কবির, শেখ রিয়াজ শাহেদ, শেখ মোঃ নাজিম, সিরাজ দেওয়ান, শেখ গোলাম নবী, শাহ আলম, হারুন প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, সহ সভাপতি মোল্লা সোহেল, যুগ্ম সম্পাদক এম এম জসিম, সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা, হায়দার আলী লাবু, হান্নান মোড়ল, সুজন, নারায়ন মিশ্র, আশরাফুল, জাহিদ প্রমুখ। 
জাসাস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শাখার আহবায়কঃ ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চু, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নিশাত, ফারুক হোসেন আশা, লুৎফুজ্জামান মুকুল প্রমুখ।
স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন সরদার রতন, যুগ্ম আহবায়ক এম এম শফি, সাজ্জাদ হোসেন, এম আর জয় প্রমুখ।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন লিটন, নগর ছাত্রদলের আহবায়ক সদস্য মিজানুর রহমান মৃদুল, বিএল কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াসিন গাজী, দৌলতপুর দিবা নৈশ কলেজ ছাত্রদলের আহবায়ক সাজ্জাত হোসেন রিপ্পি, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এহসানুল ইসলাম শিথিল, সোহেল, কাবিদুল ইসলাম, রাকিব, হৃদয় বিশ্বাস, রুম্মান প্রমুখ।
তাতীদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ জাকির হোসেন, বাবু, খলিল, রিফাত, জনি প্রমুখ।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন