শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

গুম-খুনের শিকার পরিবারের মাঝে বিএনপি নেতা সাজুর ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ৮:৩২ পিএম

ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  এস এ সিদ্দিক সাজু এর পক্ষ থেকে  গুম,খুনের শিকার  ও মরহুম বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০১ মে) দারুসসালাম থানায়ঃ ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  মৃত মোঃ আলী (খুনের শিকার), ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মৃত মোঃ আবু হাসান, দারুসসালাম থানা বিএনপির সাবেক সহ সভাপতি মৃত মোঃ  মফিজুল হক, ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মৃত মোঃ লিটন খান, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মৃত মোঃ রিপন খান, দারুসসালাম থানার সাবেক শ্রমিক নেতা মোঃ ওয়াদুদ মিয়া (ক্রসফায়ারে নিহত), ১০ নং ওয়ার্ড বিএনপি কর্মী (গুলিবিদ্ধ) মোঃ হাবিব এর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।  এসময় উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ সেলিম ইকবাল, যুগ্ম আহ্বায়ক মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন রতন, দারুসসালাম থানা বিএনপির সাবেক সহ সভাপতি  সাইফুর নবি খালেদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন ভুট্টো, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।  
৯ নং ওয়ার্ডেঃ ওয়ার্ড বিএনপির  সাবেক সহ সাধারণ সম্পাদক মরহুম মোঃ রুবেল হোসেনের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক দারুসসালাম থানার যুবনেতা মোঃ সোহেল রহমান, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকাশ আহম্মেদ বাবু, ৯ নং ওয়ার্ড যুবনেতা জাকির হোসেন, ইশতিয়াক, দারুসসালাম থানা ছাত্রদলের মোঃ রানা ও রুম্মন আহমেদ। 
শাহ্আলী থানায়ঃ শাহআলী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মৃত মোঃ জাহিদ শিকদার ও ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহ্আলী থানা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান দেওয়ান, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ মোঃ জসীম ও ৮ নং ওয়ার্ড যুবনেতা আবদুল্লাহ। 
মিরপুর থানায়ঃ মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মৃত  ডাঃ মোঃ সাগীর আহম্মেদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী ও  ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহাগ।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন