বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ৪:১৬ পিএম

রাশিয়া যেকোনো সময়ে ইউক্রেনে তার মিত্র দেশ বেলারুশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারে এমন সম্ভাবনা কিয়েভ উড়িয়ে দিচ্ছে না বলে ইউক্রেনের রাষ্ট্রীয় বর্ডার সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন। খবর আল জাজিরার।

বেলারুশের সশস্ত্র বাহিনী বুধবার হঠাৎ করে বড় আকারের মহড়া শুরু করার পর আন্দ্রি ডেমচেঙ্কো ওই মুখপাত্র বলেন, ইউক্রেন তার প্রতিবেশীর সামরিক বাহিনীর এই পদক্ষেপের জন্য ‘প্রস্তুত’ ছিল।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য বুধবার হঠাৎ করে মহড়া শুরু করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে আসছে বেলারুশ।
এর আগে ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এটি এখন সবচেয়ে গরম খবর।
তিনি বলেছিলেন, জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Ismail Hossain Bhuiyan ৫ মে, ২০২২, ১২:০৩ এএম says : 0
ইউক্রেনের অভ্যন্তরে যে কোন দেশের অস্ত্র গোলাবারুদ ও সৈন্য পাওয়া যাবে তার উপর হামলা হবে রাশিয়ার জন্য বৈধ এটি পুতিন সরকার বহুবার বলেছেন ৷ কিন্তু পশ্চিমারা এটি আমলে নিচ্ছেনা বরং তৃতীয় বিশ্বযুদ্ধের উস্কানী দিচ্ছে যা ভয়ংকর পরিনতি ডেকে আনতে পারে ৷
Total Reply(0)
Sakibul Hasan ৫ মে, ২০২২, ১২:০২ এএম says : 0
ইউক্রেনের উচিত অবিলম্বে রাশিয়ার সাথে সমঝোতায় আসা নইলে জয়ের জন্য রাশিয়া যেকোনো বড় আঘাত করে বসতে পারে। যত দ্রুত ইউক্রেন এটা বুঝবে ততই মঙ্গল
Total Reply(0)
রাজ্জাক ভ্যারাইটিজ ষ্টোর ৫ মে, ২০২২, ১২:০২ এএম says : 0
আমেরিকা ইউক্রেনকে মদদ দিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিল তারা তো মরছে না ইউক্রেন বাঁশি।
Total Reply(0)
Md Sakhawat Hossain ৫ মে, ২০২২, ১২:০২ এএম says : 0
নেটো জোটকে শায়েস্তা করতে কিংজাল হাইপারসনিক মিসাইল পারমাণবিক বোমা ব্যবহার সময়ের দাবি এখন।
Total Reply(0)
Md Wahidul Islam ৫ মে, ২০২২, ১২:০৩ এএম says : 0
আলোচনা বাদ দিয়ে অস্ত্রের যোগান বাড়িয়ে যুদ্ধকে কেবল প্রলম্বিত করা যাবে, পরিসমাপ্তি ঘটাবে না।
Total Reply(0)
Amirul Islam ৫ মে, ২০২২, ১২:০৩ এএম says : 0
রাশিয়ার উচিত দুই চারটে ইউরোপীয়ান দেশ দখল করা। ইউরোপে রাশিয়ার প্রভাব প্রতিষ্ঠা করা।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন