শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ১১:৫৯ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। বুধবার (০৪ মে) উপজেলার পাগলা থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান করে মটর সাইকেল বহর নিয়ে ফেরার পথে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করা হয়। 
 
জানা যায়, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক ও পাগলা থানা বিএনপি'র নেতা ডা. মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে লংগাইর ইউনিয়নের সাবেক ২ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং পাগলা থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ শেখের বাড়িতে এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান শেষে ১৪০-১৫০ টি মোটর সাইকেলের বহর নিয়ে ফেরার পথে মশাখালী ইউনিয়নের স্কুলের বাজার নামক স্থানে আওয়ামী সন্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ১২ টি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় আওয়ামী সন্রাসীরা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২৫ জনকে কুপিয়ে -পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতদের মধ্যে উল্লেখ যোগ্য হলো যুবদল নেতা শাহীন, পাগলা থানা সেচ্ছসেবক দল নেতা শুপ্ত প্রধান, পাগলা থানা যুবদল নেতা আশরাফুল ইসলাম বাহার, পাইথল ইউনিয়ন ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম সোহান, নিগুয়ারি  ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি মোশারফ মিয়া, মশাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন, টাংগাবর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ মিয়া, মশাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন, মশাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ সহ আরো অনেকেই। এসময় মোটর সাইকেল বহরে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং ১১ নং লংগাইর ইউনিয়নের সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ শেখে, গফরগাঁও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক গফুর হাসান, বিএনপি নেতা বুলবুল আহমেদ, লংগাইর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ জামান লিটন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজহারুল ইসলাম রিজভী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান, পাগলা থানা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, ৭ নং মশাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল ফকির, ৭ নং মশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাতেন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মীর আতিকুল ইসলাম মনি, গফরগাঁও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অমিত সরকার, উস্থি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিব্বির আহমেদ মামুন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাদিউল ইসলাম হাদি, পাগলা থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনির ও শামীম আজাদ, ৯ নং পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালিদ হাসান বিজয়, ১১ নং লংগাইর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিব্বির আহমেদ তুষার, ১২ নং পাইথল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরিদ মিয়া রক্সি, ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব, ১৫ নং টাংগাবর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন