রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ডা. জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংস্থা পাঁচ বছরের জন্য নিষিদ্ধ

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের বিতর্কিত স্বেচ্ছাসেবী সংস্থা, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা ‘আই আর এফ’কে ভারত সরকার পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতের সন্ত্রাস দমন আইন অনুযায়ী ৫ বছরের জন্য সংস্থাটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে করা হয়। মন্ত্রিসভার বৈঠকের বেশ কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হলেও গত মঙ্গলবার রাত এগারোটা পর্যন্ত এই নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রেস রিলিজ দেয়নি ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো। তবে এরইমধ্যে খবরটি ভারতের জাতীয় সংবাদ মাধ্যমগুলো সম্প্রচার করতে শুরু করে। ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারির হামলার পরেই ভারতে অভিযোগ ওঠে যে জাকির নায়েকের পিস টিভি সন্ত্রাসের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তখনই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকার পৃথকভাবে জাকির নায়েকের সংস্থাগুলো নিয়ে তদন্ত শুরু করে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যার প্রধান জাকির নায়েক নিজেই, তারা বিদেশ থেকে প্রাপ্ত অনুদান পিস টিভি-র অনুষ্ঠান প্রযোজনায় ব্যয় করতেন বলে অভিযোগ উঠেছিল। পিস টিভি-র অনুষ্ঠানগুলোর মাধ্যমে ডা. জাকির নায়েক মুসলমান যুবকদের সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করতেন বলেও অভিযোগ উঠেছিল। ডা. জাকির নায়েক বিদেশ থেকে ‘স্কাইপে’র মাধ্যমে এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে তার ভাষণগুলোর কোথাও তিনি সন্ত্রাসবাদের পক্ষে প্রচার চালাননি। তিনি বলেছিলেন যে,ভাষণের একেকটি বিচ্ছিন্ন অংশ তুলে ধরে সেগুলোর অপব্যাখ্যা করছে ভারতের সংবাদমাধ্যমের একাংশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসারেরা দীর্ঘ কয়েক মাস ধরে তার প্রায় প্রতিটি ভাষণ খতিয়ে দেখতে শুরু করেন তখনই। ওই বিতর্কের মধ্যেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বিদেশি অনুদান পাওয়ার বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে দেয়ায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়। টাইমস অফ ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন