শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিটকয়েনের দাম কমেছে ৫০ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ১২:০২ এএম

কয়েক মাস ধরেই নিম্নমুখী রয়েছে বিটকয়েনের দাম। সর্বশেষ সাপ্তাহিক ছুটির দিনে ভার্চুয়াল মুদ্রাটির দাম ৩৪ হাজারের নিচে নেমে গেছে। ক্রিপ্টোকারেন্সি লেনদেন পরিচালনা করা প্রতিষ্ঠান কয়েনবেস এ তথ্য জানিয়েছে। বাজারমূল্যের দিক থেকে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির দাম গত বছরের নভেম্বরে শীর্ষে উঠার পর এখন পর্যন্ত ৫০ শতাংশ কমেছে। গত কয়েক দিন ধরে বিশ্বজুড়ে পুঁজিবাজারগুলোয় মন্দা পরিস্থিতি বিরাজ করছে। ফলে ডিজিটাল সম্পদের মূল্যও কমে যাচ্ছে। গতকাল জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ইনডেক্স প্রায় ২ শতাংশ কমে গেছে। ক্রিপ্টোকারেন্সি বাজারের প্রায় এক তৃতীয়াংশ হিস্যা বিটকয়েনের দখলে। মুদ্রাটির মোট বাজারমূল্য ৬৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বিটকয়েনের সঙ্গে সঙ্গে অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও নিম্নমুখী রয়েছে। গত সপ্তাহে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারিয়ামের দাম ১০ শতাংশেরও বেশি কমেছে। যদিও চলতি বছরের এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির বাজার তুলনামূলক শান্ত রয়েছে। গত কয়েক বছরে ডিজিটাল মুদ্রার বাজারে বড় ধরনের উত্থান-পতন লক্ষ্য করা গেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন