রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে মানবিক সামগ্রী বিতরণ করেছে চীন ও জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মে, ২০২২, ৭:৩৬ পিএম

চীনের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সহায়তা তহবিল এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার আফগানিস্তানে মানবিক সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল (সোমবার) আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত হয়েছে।

আফগানিস্তানে চীনের দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শক হু কুও আই বলেন, চীন ও আফগানিস্তান বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং দু’দেশের হাজার বছরের ইতিহাস আছে। চীন সবসময় আফগান জনগণকে মানবিক সহায়তা দেয়।

এবারের সামগ্রী হলো চীনের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সহায়তা তহবিল এবং জাতিসংঘ শরণার্থী সংস্থার সহযোগিতার একটি প্রকল্প। এ প্রকল্পটি আফগানিস্তানের দুর্বল গোষ্ঠীকে জরুরি আশ্রয় সামগ্রী এবং শিক্ষা সহায়তা দেয়।

আশা করা যায়, এতে আফগান জনগণের কল্যাণ হবে। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন