নির্বাচনী প্রচার চালাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। স্থানীয় সময় শুক্রবার স্কট মরিসন আয়োজনস্থল ত্যাগ করার পর আবির্ভাব ঘটে এক ব্যক্তির। ওই ব্যক্তি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মতো সাজ-পোশাকে এসেছেন। ২১ মে নির্বাচন উপলক্ষে প্রচার করছেন স্কট মরিসন। তিনি চিশলমে প্রচার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পরপরই ওই ব্যক্তি নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে সাংবাদিকদের সামনে চলে আসেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের একজন সদস্য ছদ্মবেশী লোকটিকে চলে যেতে বললে তিনি জবাব দেন, আপনি একজন সর্বোচ্চ নেতাকে বলতে পারেন না যে- কী করতে হবে। পরে অবশ্য ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে অস্ট্রেলিয়া পুলিশ। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন