রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তিনটি ধাতব গোলক হঠাৎ মাটিতে পড়ে গুজরাটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২২, ১২:৩৩ এএম

মহাকাশ থেকে মাটিতে পড়ল ধাতব গোলক। তাও এক জায়গায় নয়, ভারতের গুজরাটের আনন্দ জেলার তিনটি জায়গায় এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে। স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আনন্দ জেলার ভালেজ, খাম্ভোলজ এবং রামপুরায় তিনটি ধাতব গোলক হঠাৎ আকাশ থেকে উড়ে এসে মাটিতে পড়ে। এর পরই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আবার কৌতূহলবশে ভিড় জমান ওই ধাতব গোলকগুলোর চারপাশে। ঘটনাটির তদন্ত করতে ইতোমধ্যে গুজরাটের ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি’র বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। জেলা পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ ভালেজ গ্রামে একটি বড় কালো ধাতব গোলক আকাশ থেকে এসে মাটিতে পড়ে। এই ধাতব গোলকের আনুমানিক ওজন প্রায় পাঁচ কেজি। এর কিছু পরই কাছের খাম্ভোলজ ও রামপুরা গ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। তিনটি গ্রামই একটি অপরের কাছ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এর পরই প্রত্যক্ষদর্শীরা পুরো বিষয়টি পুলিশকে জানান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ধাতব গোলকগুলো কোনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। খাম্ভোলজে এই ধাতব গোলক একটি বাড়িতে পড়লেও ভালেজ ও রামপুরায় এই ধাতব গোলক দুটি ফাঁকা জায়গায় পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলেও পুলিশ জানিয়েছে। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন