শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে বৈঠক করেছেন টেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাদের মধ্যে এ বৈঠক হয়। সেখানে সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ইন্দোনেশিয়া সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। ইলোন মাস্ক বলেছেন, ইন্দোনেশিয়া ব্যবসার ক্ষেত্রে দারুণ সম্ভাবনাময়। ফলে দেশটির সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে উঠতে পারে। এ সময় ইলোন মাস্ককে ইন্দোনেশিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান দেশটির প্রেসিডেন্ট। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি নিকেল রয়েছে ইন্দোনেশিয়ায়। এ ধাতু কাজে লাগিয়ে দেশে নিকেলভিত্তিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) শিল্প গড়ে তুলতে চান জোকো উইডোডো। সেটি একেবারে ব্যাটারির সরঞ্জাম থেকে শুরু করে বিদ্যুচ্চালিত গাড়ি সংযোজন পর্যন্ত। আর সেজন্যই টেসলার বিনিয়োগ প্রত্যাশা করছেন তিনি। জোকো উইডোডোর সঙ্গে ইলোন মাস্কের সঙ্গে বৈঠকের আগে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। মূলত দেশটির নিকেল শিল্প এবং বিদ্যুচ্চালিত গাড়ির জন্য ব্যাটারি সরবরাহ খাতে এ বিনিয়োগ করা হবে। ব্যাটারি খাতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে গত সপ্তাহ থেকেই ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন টেসলার প্রতিনিধিরা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টেসলা। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন