শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউরো অঞ্চলের পণ্য বাণিজ্যে ঘাটতি ১৭০০ কোটি ইউরো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০৪ এএম

মার্চে ইউরো অঞ্চলের পণ্য বাণিজ্য ঘাটতি ১ হাজার ৬৪০ কোটি ইউরোয় পৌঁছেছে। যদিও গত বছরের এ সময়ে অঞ্চলটি ২ হাজার ২৫০ কোটি ইউরো বাণিজ্য উদ্বৃত্ত পেয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট জানিয়েছে, আমদানি করা পণ্যের খরচ বেড়ে যাওয়ার কারণে এ ঘাটতি তৈরি হয়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুসারে, মার্চে ইউরো অঞ্চল থেকে পণ্যের রফতানি ১৪ শতাংশ বেড়ে ২৫ হাজার ১০ কোটি ইউরোয় পৌঁছেছে। এ সময়ে বিশ্বের অন্যান্য অংশ থেকে আমদানি ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৬ হাজার ৬৫ কোটি ইউরোয় দাঁড়িয়েছে। এদিকে ইউরো অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্য বেড়ে ২৩ হাজার ৬৮০ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। যেটা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ বেশি। প্রাথমিক হিসাব অনুসারে, মার্চে ইইউর বাইরের দেশগুলোয় ২২ হাজার ৫০ কোটি ইউরোর পণ্য রফতানি হবে। যেটা ২০২১ সালের মার্চের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ বেশি। এ সময়ে বিশ্বের অন্যান্য অংশ থেকে ২৪ হাজার ৮২০ কোটি ইউরোর পণ্য আমদানি হয়েছে। এ আমদানি ব্যয়ের পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৪ শতাংশ বেশি। আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন