শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জ্ঞানবাপী মসজিদ নিয়ে ১২ পাতার সমীক্ষা রিপোর্ট আদালতে

পরবর্তী শুনানি আজ বিকেলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০২ এএম

জ্ঞানবাপী মসজিদ মামলায় কোর্ট কমিশনার বিশাল সিং গতকাল বারাণসী সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে তিন দিনের সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত এ সমীক্ষার ওপর ভিত্তি করে ১২ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করা হয়েছে। এখন দেখার বিষয় আদালতের তরফ থেকে এ রিপোর্টের বিষয়ে কী বলা হয়। এদিকে হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মামলা পিছিয়ে যায়। আজ বিকেল ৩টায় পরবর্তী শুনানির সময় ধার্য করেছে শীর্ষ আদালত। ততক্ষণ পর্যন্ত বারাণসী আদালতেও শুনানি স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। তাই সমীক্ষা রিপোর্টে কী রয়েছে, তা জানানো হয়নি।
বারাণসী আদালতে সমীক্ষা রিপোর্ট পেশ করার পর কোর্ট কমিশনার বিশাল সিং জানান যে, তার তরফে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আদালতে হিন্দু পক্ষের পক্ষ থেকে দুটি আবেদন করা হয়েছে, যার শুনানি হবে। জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা প্রতিবেদন দাখিল করার পরে কোর্ট কমিশনার বিশাল সিং আরো বলেছেন, আমরা একটি সিল করা কভারে একটি ভিডিও চিপও জমা করেছি আদালতে। সবকিছু আদালতে উপস্থাপন করা হয়েছে।
এদিকে মঙ্গলবার অপসারিত হওয়া অ্যাডভোকেট কমিশনার অজয় কুমার মিশ্র ৬ মে, ৭ মে জ্ঞানবাপী কমপ্লেক্সে সমীক্ষা নিয়ে কমিশনের কার্যক্রমের ওপর একটি রিপোর্ট দাখিল করেন। সেই রিপোর্ট গ্রহণ করে আদালত। উল্লেখ্য, পাঁচজন মহিলা জ্ঞানবাপী মসজিদকে হিন্দু মন্দির দাবি করে পুজো করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন বারাণসীর আদালতে। এরপর আদালত সেই আবেদনের প্রেক্ষিতে একটি সমীক্ষার নির্দেশ দেয়। বিতর্ক সত্তে¡ও সেই সমীক্ষা সম্পন্ন হয়।
এদিকে সুপ্রিম কোর্টে বিচারপতি ডিওয়াই চন্দ্রচ‚ড় এবং বিচারপতি পিএস নরসীমার ডিভিশন বেঞ্চ জ্ঞানবাপী মসজিদের মামলাটি চলছে। এ আবহে বৃহস্পতিবার যখন মামলার শুনানি শুরু হয়, তখন হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আদালতকে বলেন যে, তার সহকর্মী সিনিয়র অ্যাডভোকেট হরিশঙ্কর জৈনের শরীর ভালো নেই। তাই শুক্রবার আদালতে এ বিষয়ে শুনানি করতে হবে। এরপর শুক্রবার বিকেল ৩টায় পরবর্তী শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। সূত্র : হিন্দুস্তান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন