শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্দো-প্যাসিফিক কৌশল কখনো সফল হবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ৫:৩৯ পিএম

আজ (রোববার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন।

সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের কথিত ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে এখন বিশ্ব, বিশেষ করে এশিয়া ও মহাপ্রাশান্ত সাগরীয় অঞ্চলের দেশসমূহ, উদ্বিগ্ন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, স্বাধীন ও উন্মুক্তকরণের কথা বলে এ কৌশল ছোট গ্রুপ তৈরি করছে। চীনের আশেপাশের পরিবেশ পরিবর্তন করবে এ কৌশল। তার আসল উদ্দেশ্য হল চীনকে দমন করা এবং এতদঞ্চলের দেশগুলোতে মার্কিন আধিপত্য বজায় রাখা।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে এতদঞ্চলে বিভ্রান্তি তৈরি করছে। বাস্তবতা প্রমাণ করবে কথিত ইন্দো-প্যাসিফিক কৌশল একটি বিছিন্নতা, ও বৈরিতা উস্কে দেয়ার এবং শান্তি লঙ্ঘন করার কৌশল, যা কখনো সফল হবে না। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন