পেট্রোল ফুরিয়ে যাওয়ায় উত্তেজিত জনতা শ্রীলঙ্কায় একটি ফিলিং স্টেশনের মালিকের বাড়িতে আগুন দিয়েছে। অনলাইন ডেইলি মিরর বলছে, কেকিরাওয়ায় অবস্থিত আইওসি ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে জ্বালানি ফুরিয়ে যায়। এতে উত্তেজিত জনতা ওই স্টেশনের মালিকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
রিপোর্টে বলা হয়, শনিবার ওই ফিলিং স্টেশনে তেল নিতে হাজার হাজার মানুষের দীর্ঘ লাইন পড়ে যায়। তাদেরকে পর্যায়ক্রমে তেল দেয়া হয়। কিছু সময়ের মধ্যে তা ফুরিয়ে যায়। এতে অপেক্ষায় থাকা লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে স্টেশনের মালিকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দোতলা আবাসিক বাড়িতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে
এই বাড়িটি আপালোগামায় থিলাকাপুরায় অবস্থিত। সেখানে রাতে যখন বিদ্যুৎ ছিল না, তখন জনতা তাতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতে অবস্থান করছিলেন মালিকের স্ত্রী ও দুটি শিশু। প্রতিবেশী, গ্রামবাসী এবং স্থানীয় পুলিশ প্রাণপণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারা ভিতরে থাকা ব্যক্তিদের নিরাপদে সরিয়ে আনে। আগুনে বাড়িটির মারাত্মক ক্ষতি হয়েছে। সূত্র : ডেইলি মিরর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন