বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্দো-প্যাসিফিক মার্কিন কৌশলের নিন্দায় চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০৩ এএম

মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলন। এর ঠিক আগেই যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের নিন্দা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই। একইসঙ্গে অভিযোগ তুললেন যে, ওয়াশিংটন এ অঞ্চলে বিভেদের বীজ বপন করছে। এ খবর দিয়েছে দ্য হিন্দু। খবরে জানানো হয়, রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর সঙ্গে বৈঠক করেন ওয়াং। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝুতে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তার ইন্দো-প্যাসিফিক কৌশলকে ‘স্বাধীনতা এবং উন্মুক্ততার’ ব্যানার হিসেবে প্রদর্শন করছে। কিন্তু এর আসল উদ্দেশ্য চীনের প্রতিবেশী অঞ্চলের পরিবেশ পাল্টে দেয়া। কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এতে যোগ দেবেন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের রাষ্ট্রপ্রধানরা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরইমধ্যে টোকিও পৌঁছেছেন। চীনা কর্মকর্তারা কোয়াডকে একটি ‘স্মল সার্কেল’ বলে উল্লেখ করে দেশটির দাবি, যুক্তরাষ্ট্র একটি এশিয়ান ন্যাটো গঠনের চেষ্টা করছে। যদিও কোয়াড সদস্যরা এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে টোকিওতে ইন্দো-প্যাসিফিক ইকোনোমিক ফ্রেমওয়ার্ক বা আইপিইএফ ঘোষণার করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এ নিয়েও কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই অর্থনৈতিক কাঠামোটি তৈরি করা হয়েছে যাতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য বজায় থাকে এবং বিশেষ দেশগুলোকে তা থেকে বাদ দেয়া যায়। অর্থনৈতিক ইস্যুকে রাজনীতিকরন এবং অস্ত্র হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো একটি দেশকে বেছে নিতে জবরদস্তি করা হচ্ছে। তবে ওয়াং সাংবাদিকদের বলেন, এশিয়ান ন্যাটো হোক বা নতুন স্নায়ু যুদ্ধ, যুক্তরাষ্ট্র এতে সফল হবেনা। দ্য হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন