শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১৫ বছর পর প্রথম ইসরাইল সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০৩ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন। গত ১৫ বছরের মধ্যে দেশটিতে এটাই প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফর। তুরস্ক আগেই ঘোষণা করেছে, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়েইর ল্যাপিডের সাক্ষাৎ করতে আগামী ২৫ মে ইসরাইল সফর করবেন। ইসরাইল সফরের একদিন আগে তিনি ফিলিস্তিন সফর করবেন। সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে দেশ দুটির মধ্যে। তুরস্কের প্রেসিডেন্ট রিজব তাইয়েব এরদোগান গত মার্চে ইসরাইলের সঙ্গে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। এ ব্যাপারে তিনি আলোচনা করতে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন