ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে প্রাণঘাতী ভবন ধসের ঘটনায় দ্বিতীয় রাতের মতো ক্ষুব্ধ জনতার বিক্ষোভ হয়েছে। ভবন নির্মাণে কর্মকর্তাদের দুর্নীতি ও নিরাপত্তা বিধি লংঘনের দায়ে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইরানের পুলিশ কাঁদানে গ্যাসের ব্যবহার এবং আকাশে ফাঁকা গুলি ছুঁড়েছে। শনিবার দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ অ্যাজেন্সি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে এই তথ্য জানানো হয়েছে। দেশটির তেল সমৃদ্ধ খুজেস্তান অঞ্চলে আবাদান শহরের অবস্থান। সেখানকার কর্মকর্তারা বলেছেন, সোমবার আবাদানের ১০ তলা আবাসিক এবং বাণিজ্যিক ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভবন ধসের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। নিরপত্তা বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের অনুমতি দেওয়ায় এখন পর্যন্ত আবাদানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফারস নিউজ অ্যাজেন্সি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন