শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রুশ সেনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে মার্কিন গণমাধ্যম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৫:৫১ পিএম

ইউক্রেনে গণহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ যে রাশিয়া মার্কিন গণমাধ্যমে ছড়িয়েছে তা রাশিয়ান সশস্ত্র বাহিনীকে শয়তানি করার প্রচারণার অংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ান দূতাবাস বলেছে।

‘আমরা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ছড়িয়ে পড়া নিউ লাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি এনজিওর প্রতিবেদনের প্রতি মনোযোগ দিয়েছি, সেখানে ইউক্রেনে গণহত্যার উসকানি দেয়া নিয়ে রাশিয়াকে দোষারোপ করা হয়েছে। পরবর্তী রাশিয়া-বিরোধী প্ররোচনাগুলি পশ্চিমাদের দ্বারা পরিচালিত একটি প্রচারণার একটি উপাদান। রাশিয়ান সশস্ত্র বাহিনীকে হেয় করার জন্য এটি করা হচ্ছে,’ দূতাবাস বলেছে।

রাশিয়ার কূটনৈতিক মিশন বলেছে, ‘আসল সত্য ঘটনাস্থলেই একেবারে বিপরীত। রুশ সশস্ত্র বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ইউক্রেনের এলাকায় মানবিক সহায়তা তৈরি করা হচ্ছে।’

কূটনীতিকরা উল্লেখ করেছেন, ‘রুশ পক্ষ মানবিক করিডোরের নিরাপত্তার নিশ্চয়তা দেয়।’ সূত্র: তাস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন