প্রশ্নের বিবরণ : স্ত্রীকে তালাক দেওয়ার বিধান জানতে চাই, মোহরের টাকা কি সম্পূর্ণ পরিশোধ করতে হবে?
উত্তর : তালাক না দেওয়া উত্তম। এটি খুবই নিকৃষ্ট একটি জায়েজ কাজ। যদি অপারগ হয়ে দিতেই হয়, তাহলে সুন্নাত নিয়মে তালাক দেওয়া উচিত। আর তা হলো, স্ত্রীর পবিত্র অবস্থায় বুঝে শুনে একটি তালাক দেওয়া। যেন, এক মাসের মধ্যে নিজেদের সংশোধন, ভুল বোঝাবুঝি দূর কিংবা দৈহিক মিলন হতে পারে। যদি সামান্যও সমঝোতা হয়, তাহলে এই তালাকে সংসার ভাঙ্গে না। এমন একটি তালাক হয়, যা স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যায়। এভাবে এক মাস যাওয়ার পরও যদি কোনো সমঝোতা না হয়, তাহলে আরেক মাস সামনে রেখে দ্বিতীয় তালাক দেওয়া। পরের মাসেও যদি সমঝোতা বা সাক্ষাত না হয়, একে অপরকে গ্রহণ করার মতো পরিবেশ তৈরি না হয়, তাহলে তৃতীয় মাসে শেষ তালাকটি দিবে, অর্থাৎ কমবেশি তিন মাস পর তাদের তালাক চুড়ান্ত হয়ে যাবে। এটিই তালাক দেওয়ার সুন্নাত পদ্ধতি। অন্যভাবে দিলেও তালাক হয়ে যায়, তবে এখানে ফিরে আসার কোনো সময় পাওয়া যায় না। তালাক দিলে সম্পূর্ণ দেনমোহর দিতে হবে। আর যদি বিবাহ পড়ানোর পর সাক্ষাতের আগেই তালাক হয়ে যায়, তাহলে অর্ধেক দেনমোহর দিতে হয়। কিন্তু নিজেরা একান্তে কিছু সময় এক ঘরে কাটালে পূর্ণ দেনমোহর দিতে হবে। বিয়ের পরে সংসার করার সময় যে কোনো তালাকেই পূর্ণ দেনমোহর দিতে হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন