শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রাজিলে ভুমিধস এবং বন্যায় প্রাণহানি ৩৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৩ এএম

প্রবল বর্ষণ ও ভ‚মিধসে ব্রাজিলে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্ব ব্রাজিলের পার্নামবুকো রাজ্যে ভারী বৃষ্টিতে ভ‚মিধসে শনিবারেই ২৯ জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আরেক রাজ্য আলাগোসে, বানের পানিতে ভেসে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, পার্নামবুকো অতিবৃষ্টিতে বন্যা দেখা যাওয়ায় এক হাজারের বেশি মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। রাজ্যে বন্যা ও ভ‚মিধসের ঝুঁকিতে রয়েছেন আরও ৩২ হাজারের মতো মানুষ। বাস্তুচ্যুতদের জন্য শহরে স্কুলগুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এদিকে আলাগোআসে রাজ্য সরকার জানিয়েছে, গত কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে ৩৩টি পৌরসভা। অতি বর্ষণে এই দুই রাজ্যের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বন্যায় জমির ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অনেকে। পরিস্থিতির খোঁজ খবর রাখছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। দুর্যোগকবলিত এলাকাগুলোতে ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। এবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন