শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো হামাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৫ এএম

ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির পাশাপাশি এর আঘাত হানার ক্ষমতা আরও নিখুঁত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রগুলো ভূমধ্যসাগরে দিকে নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলও। খবরে জানানো হয়, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি মিসাইলগুলোর টার্গেট কি ছিল। তবে ইসরাইলের নিকটবর্তী সাগরে একটি বিস্ফোরিত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী নিশ্চিত করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাস প্রায়ই সমুদ্রে এ ধরনের পরীক্ষা চালায় বলে রিপোর্টে জানানো হয়েছে। ইসরাইল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেল আবিবের মেট্রোপলিটন এলাকা থেকে কাছেই সমুদ্রে বেশ কয়েকটি রকেট পড়েছে। কোনো রকেট ইসরাইল আকাশে ধ্বংস করার চেষ্টা করেনি এবং কোনো সাইরেনও বাজানো হয়নি। গাজার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মিসাইল ছোঁড়ার শব্দে তাদের ঘুম ভাঙে। আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখেন তারা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন