শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৭৭৬ কোটির সম্পত্তি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০১ এএম

বর্তমানে বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে আয়ের দিক থেকে অন্যতম ঐশ্বর্যা রাই বচ্চন। সিনেমার পাশাপাশি তিনি আরও বহু ভাবেই আয় করেন। সমাজকল্যাণমূলক বহু কাজের সঙ্গেও যুক্ত। কন্যা আরাধ্যার সঙ্গে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা গেছে রাইসুন্দরীকে। তার সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি টাকা( বাংলাদেশি মুদ্রায় ৮৯৩ কোটি)

ব্যবসার ক্ষেত্রেও ঐশ্বর্যা পিছিয়ে নেই। বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থার জন্য তিনি এক কোটি টাকা বিনিয়োগ করেন। এই সংস্থাটি এমন একটি পদ্ধতি চালু করেছে, যেখানে পরিবেশগত বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়। এ ছাড়াও পুষ্টিকর উপাদান প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থার জন্য ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন ঐশ্বর্যা।
মহারাষ্ট্রের একটি প্রকল্পের জন্য কয়েক বছর আগে তিনি বিপুল অর্থদান করেছিলেন। এই সমস্ত সংস্থার থেকে ঐশ্বর্যা নির্দিষ্ট পরিমাণ অর্থও পান। বলিউডের অন্দর মহলের খবর, এই মুহূর্তে অমিতাভের পুত্রবধূ সিনেমা প্রতি ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপন শ্যুট করে তিনি ভারতীয় মুদ্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা পান।

‘লাক্স’ সাবানের বিজ্ঞাপন ইতোমধ্যেই ভক্তদের মন কেড়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রসাধনী, গয়না ও ঘড়ির নামকরা ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি করেছেন ঐশ্বর্যা।

শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমার পাশাপাশি হলিউডেও তিনি যথেষ্ট সমাদর পেয়েছেন। তবে বিজ্ঞাপন শ্যুট এবং ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমেই নায়িকা বেশি অর্থ উপার্জন করেন। জুনিয়র বচ্চন এবং ঐশ্বর্যা দু’জন মিলে দুবাইয়ে প্রাসাদের মতো একটি ভিলা কিনেছেন। এ ছাড়াও মুম্বাইয়ে বান্দ্রার কাছে এই দম্পতি ২১ কোটি টাকায় একটি আবাসন কিনেছেন। সূত্র : জিকিউ ইন্ডিয়া, এশিয়ানেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন