শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খাদ্য সঙ্কট নিরসনে পদক্ষেপ নেয়ার আহবান জাতিসঙ্ঘ প্রধানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:৩০ পিএম

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় ‘খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা’ নিশ্চিত করতে দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।



বুধবার স্টকহোমে বক্তৃতাকালে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘এর আঞ্চলিক অখণ্ডতা এবং জাতিসঙ্ঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে বলেছেন ‘এই যুদ্ধ এখনই শেষ করা উচিত।।

এই পর্তুগিজ কূটনীতিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই যুদ্ধ দেশটিতে ভয়াবহ দুর্ভোগ, ধ্বংস ও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি খাদ্য, জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে একটি ত্রি-মাত্রিক বৈশ্বিক সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ, দেশ ও অর্থনীতিকে আঘাত করছে।’



গুতেরেস ‘রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়া, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য উদ্বৃত্ত ও মজুদ বরাদ্দ করা এবং বাজার স্থিতিশীল রাখার জন্য মূল্যবৃদ্ধি মোকাবিলা করা সহ ‘খাদ্য ও জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।’

জাতিসঙ্ঘ প্রধান বলেন, যুদ্ধ সত্ত্বেও ‘ইউক্রেনের খাদ্য উৎপাদন, সেইসাথে রাশিয়ার উৎপাদিত খাদ্য ও সার বিশ্ববাজারে পুনরায় সংহত না করে খাদ্য সঙ্কটের কোনো কার্যকর সমাধান নেই।’

ইউক্রেন ও রাশিয়া এই দুই দেশ বিশ্বে গমের চাহিদার ৩০ শতাংশ সরবরাহ করে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন