চেক প্রজাতন্তের রাজধানী প্রাগের কাছে আলঝেইমারে আক্রান্ত রোগীদের একটি সেবা কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দুইজনের মৃত্যু ও ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার জরুরি সেবা সংস্থা একথা জানিয়েছে। টুইটারে দেওয়া এক বার্তায় আঞ্চলিক জরুরি সেবা সংস্থা জানায়, ‘দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে।’ ওই বার্তায় আরো বলা হয়, চেক রাজধানীর একেবারে উত্তরে অবস্থিত রোজতোকির ওই সেবা কেন্দ্রে আগুনে ৫০ জনের বেশি দগ্ধ হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। খবরে বলা হয়, সেখানে বুধবার আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে অবস্থান করতে দেখা যায়। এ সেবা কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এবং সেখান থেকে রোগীদের সরিয়ে নিতে প্রায় একশ’ দমকল কর্মী মোতায়েন করা হয়। সূত্র : এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন