শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক থেকে তুর্কিয়ে হলো যে কারণে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০২ এএম

রজব তাইয়েব এরদোগানের দেশ এখন থেকে টার্কি নয়, ‘তুর্কিয়ে’ নামে পরিচিতি পাবে। তুরস্ক সরকারের পক্ষ থেকে জাতিসংঘে অনুরোধ জানানোর পর জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনে সম্মত হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে রজব তাইয়েব এরদোগান এক ভাষণে বলেছিলেন, তুরস্কের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধ বেশি প্রতিনিধিত্ব হয় ‘তুর্কিয়ে’ শব্দ দিয়ে। প্রেসিডেন্ট এরদোগানের এই ঘোষণার পরপরই দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি বিভিন্ন সময় নাম পরিবর্তনের যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তুরস্ককে ‘বিশ্বের সামনে নতুন করে পরিচিত’ করানোর পাশাপাশি নাম পরিবর্তন বেশ কয়েকটি কারণে জরুরি। এর মধ্যে, একটি হলো- পশ্চিমা বিশ্বে ক্রিসমাস, নববর্ষ এবং থ্যাংকসগিভিং উৎসবের সময় ঐতিহ্যগতভাবে টার্কি মুরগির গোশত খাওয়া হয়। সেই জায়গা থেকেও টার্কির নাম পরিবর্তন জরুরি। এদিকে, প্রেসিডেন্ট এরদোগান অর্থনৈতিক সংকটের মধ্যেই আগামী বছর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোনো দেশের নাম পরিবর্তন করা অবশ্য অস্বাভাবিক নয়। ২০২০ সালে নেদারল্যান্ডস ‘রিব্র্যান্ডিং’ পদক্ষেপে কাগজপত্র থেকে বহুল পরিচিত ‘হল্যান্ড’কে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়। তার আগে গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে ম্যাসিডোনিয়া তার নাম পরিবর্তন করে উত্তর মেসিডোনিয়া রাখে। সোয়াজিল্যান্ড ২০১৮ সালে হয়ে যায় এসোয়াতিনি। ইতিহাসে আরও পেছনে গেলে- ইরানকে একসময় পারস্য বলা হত, সিয়াম এখন থাইল্যান্ড, রোডেশিয়ার নাম হয়েছে জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার নাম ছিল সিলোন। রজব তাইয়েব এরদোগানের দেশ এখন থেকে টার্কি নয়, ‘তুর্কিয়ে’ নামে পরিচিতি পাবে। তুরস্ক সরকারের পক্ষ থেকে জাতিসংঘে অনুরোধ জানানোর পর জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনে সম্মত হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে রজব তাইয়েব এরদোগান এক ভাষণে বলেছিলেন, তুরস্কের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধ বেশি প্রতিনিধিত্ব হয় ‘তুর্কিয়ে’ শব্দ দিয়ে। প্রেসিডেন্ট এরদোগানের এই ঘোষণার পরপরই দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি বিভিন্ন সময় নাম পরিবর্তনের যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তুরস্ককে ‘বিশ্বের সামনে নতুন করে পরিচিত’ করানোর পাশাপাশি নাম পরিবর্তন বেশ কয়েকটি কারণে জরুরি। নতুন নাম পরিচিত করার ক্যাম্পেইনের আওতায় তুরস্কে উৎপাদিত সব পণ্যে এখন ‘মেড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। দেশটির পর্যটন খাতে স্লােগান হিসেবে ব্যবহার করা হবে, ‘হ্যালো তুর্কিয়ে’। জাতিসংঘ জানিয়েছে, চলতি সপ্তাহে তুরস্কের কাছ থেকে অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নাম পরিবর্তন করেছেন। উল্লেখ্য, বিশ্বে দেশের নাম পরিবর্তন নতুন কোনো বিষয় নয়। ২০২০ নেদারল্যান্ডস নিজেদের হল্যান্ড নাম বদল করে। এর আগে, মেসিডোনিয়া নাম বদলে রাখে নর্থ (উত্তর) মেসিডোনিয়া, বতসোয়ানা নাম বদলে রাখে কিংডম অব ইসওয়াতিনি। তারও আগে, ইতিহাসে আজকের ইরান পরিচিত ছিল পারস্য নামে, থাইল্যান্ডের নাম ছিল শ্যাম এবং রোডেশিয়া নাম বদলে হয়েছে জিম্বাবুয়ে। টিআরটি, সিএনএন, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন