শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঋণ পরিশোধে ৫শ’ কোটি ডলার লাগবে শ্রীলঙ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০২ এএম

চলতি বছর ঋণ পরিশোধের জন্য শ্রীলঙ্কা সরকার ৫০০ কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এছাড়া দেশটির রিজার্ভ বাড়ানোর জন্য আরো ১০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে বলে তিনি জানান। আজ শুক্রবার দেশটির জয়েন্ট চেম্বারগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানান। খবর কলম্বো গ্যাজেট। বিক্রমাসিংহে জানান, ঋণ পুনর্গঠনে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। চলতি মাসের শেষের দিকে আলোচনা শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরই মধ্যে আর্থিক ও আইন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে এবং ঋণ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, সংকট নিরসনে যেকোনো ধরনের স্বল্পমেয়াদি অর্থায়ন সহায়তা করবে তবে তা আইএমএফের সঙ্গে একটি চুক্তির উপর নির্ভর করছে। অর্থায়নের জন্য দাতা দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করেন তিনি। জাপানের সঙ্গে শ্রীলঙ্কা সম্পর্ক ভেঙ্গে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই সম্পর্কগুলো পুনঃস্থাপন করতে এবং তাদের আস্থা পেতে কিছুটা সময় লাগবে। ওষুধের ঘাটতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের নেতৃত্বে জরুরিভাবে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য আন্তর্জাতিকভাবে আবেদন করা হচ্ছে। খাদ্য ঘাটতির সমস্যা মোকাবেলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পর্যাপ্ত সারের ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রণয়নকে সমান অগ্রাধিকার দেয়া হচ্ছে। উৎপাদিত ফসল উদ্বৃত্ত হলে তা স্বল্প আয়ের জনগোষ্ঠীর মধ্যে ছাড়ে সরবরাহ করা হবে। কলম্বো গেজেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন