ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইলে হামলা চালানো এক ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করতে গেলে আশেপাশের ফিলিস্তিনি বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ইসরাইলি বাহিনীর উপরে পাথর এবং ফায়ারবোম্ব ছুঁড়তে শুরু করলে পাল্টা গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে ঘটনাস্থলে একজন ফিলিস্তিনি নিহত হন এবং অপরজন হাসপাতালে মারা যান। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে জানানো হয়, গত ২৯শে মার্চ ইসরাইলে বন্দুক হামলা চালায় দিয়া হামার্শা নামের এক ফিলিস্তিনি। তিনি অন্তত ৫ ইসরাইলিকে গুলি করে হত্যা করেছেন। সেই হামার্শার বাড়ি ফিলিস্তিনের জেনিনের কাছে ইয়াবাদ এলাকায়। বুধবার সেই বাড়িটি গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। সেসময় আসেপাশের ফিলিস্তিনিরাক্ষুব্ধ হয়ে ইসরাইলি সেনাদের উপরে হামলা চালায়। এরপর ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে একজনের মৃত্যুর কথা জানালেও বৃহস্পতিবার সকালে আরেকজনের মৃত্যুর কথা জানায়। বিলাল কাভা নামের এক ফিলিস্তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মে মাসে ইসরাইলের হাইকোর্টে আপিল করে হামার্শার পরিবার। তবে হাইকোর্ট ওই আপিল খারিজ করে দেয়। ফলে হামার্শা যেই বাড়িতে থাকতো তা ভাঙতে আর কোনো বাধা থাকে না। যদিও বাড়িটির শুধু দ্বিতীয় তলা ভাঙ্গা হয়েছে কারণ নিচ তালায় হামার্শা থাকতো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। জেরুজালেম পোস্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন