শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরিবেশবান্ধব জ্বালানির জন্য প্রয়োজন সাড়ে ৩ ট্রিলিয়ন ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০৪ এএম

আবহাওয়া পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণ রোধের উদ্যোগ নিয়েছে দেশগুলো। ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য অর্জন করতে পরিবেশবান্ধব জ্বালানিতে ৩ লাখ ৩০ হাজার কোটি বৈশ্বিক বিনিয়োগ করা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ বিষয়ে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, বর্তমান যে অর্থায়ন তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। আবহাওয়া তহবিলে বিনিয়োগ আকর্ষণের জন্য জরুরি পথের সন্ধান করা প্রয়োজন দেশগুলোর। বিশেষ করে নতুন অর্থনীতিগুলোর এগিয়ে আসা উচিত। আমাদের জন্য ও বিশ্ব অর্থনীতির জন্য সব থেকে বড় ঝুঁকি হলো নিট শূন্য কার্বন লক্ষ্যভ্রষ্ট হওয়া। গত বছর কম কার্বন প্রযুক্তি স্থাপনের জন্য বৈশ্বিকভাবে ৭৫ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়। এছাড়া চলতি বছরের এপ্রিলে আইএমএফ রিজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রাস্ট অনুমোদন করে। ট্রাস্ট থেকে আবহাওয়া পরিবর্তন ও মহামারীতে বিপন্ন দেশগুলোর জন্য ৫ হাজার কোটি ডলার অর্থসহায়তা দেয়া হবে। এ অর্থ মূলত দেশগুলোর অর্থনীতি পুনর্গঠনের উদ্দেশ্যে দেয়া। এ পর্যন্ত ট্রাস্ট থেকে ৪ হাজার কোটি ডলার আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। কার্যকরভাবে বরাদ্দকৃত সম্পদ ব্যবহারে বাজার ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিট শূন্য কার্বনের লক্ষ্য অর্জনের সুবিধা ভোগ করতে পরিবেশবান্ধব জ্বালানিতে ব্যাপক হারে বিনিয়োগ করা প্রয়োজন। কয়লার ব্যবহার বন্ধ করতে এক বছরে ১০ লাখ কোটি ডলার দরকার। স্ট্রেইটস টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন