রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কিমের পাল্টা জবাবে এবার ৮ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:২২ পিএম

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের 'উসকানির' প্রতিক্রিয়া জানাতে দুই মিত্রের প্রস্তুতি প্রদর্শনের জন্য নিজস্ব আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

এর আগের দিন উত্তর কোরিয়া আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। উসকানির জবাব দিতে ওয়াশিংটন ও সিউল যে প্রস্তুত রয়েছে, সে বার্তা দিতেই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে আলজাজিরা।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ (জেসিএস) জানায়, মিত্ররা স্থানীয় সময় সকালে প্রায় ১০ মিনিট ধরে পূর্ব সাগরে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
আরো জানানো হয়, এ পদক্ষেপের মাধ্যমে যে কোনো ধরনের উসকানি ও হুমকি মোকাবিলার সক্ষমতা ও প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে। এসময় উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তার নিন্দা করা হয়।
আটটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। সূত্র: আলজাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন