মালয়েশিয়া সীমান্তের কাছের একটি দ্বীপ থেকে শিশুসহ ৫৯ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে থাইল্যান্ডের পুলিশ। রোববার দেশটির সহকারী পুলিশ প্রধান সুরাচাতে হাকপার্ন এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী এবং পাঁচ শিশু রয়েছে। হাকপার্ন বলেন, “নৌকা চালক তাদের বলেছিল যে, তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। কয়েকদিন আগে দ্বীপটিতে তাদেরকে রেখে চলে যাওয়া হয়।” মানবপাচারকারীরা রোহিঙ্গাদেরকে যে দ্বীপটিতে রেখে গেছে সেটি একটি পর্যটনস্থল হলেও জনবহুল নয়। স্ট্রেইট টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন