প্রশ্নের বিবরণ : সৈয়দা মোছা. ইনশিরাহ ইলহাম ইমতিহা নাম কি রাখা যাবে? আর এ নামের অর্থ কী?
উত্তর : এমন নাম রাখা যাবে। তবে, আইডি কার্ড, পাসপোর্ট, ফরম ইত্যাদিতে লম্বা নাম সঠিক বানানে মেনটেইন করা খুবই কঠিন হয়। অতএব এক অথবা দুই শব্দেই নাম রাখা উত্তম। এখানে অনেকগুলো শব্দ আছে। শব্দগুলোই অর্থবোধক। এসব নাম অর্থের দিকে খেয়াল করে রাখার প্রয়োজন নেই। নাম নামই। নামের অর্থ তালাশ করতে হয় না। মন্দ অর্থবোধক না হলেই চলে। মোটকথা, এসব শব্দে নাম রাখা যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন