বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এসেছে শতাব্দী পর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

একশো বছর পর ভারতের অরুণাচল প্রদেশে গবেষকরা বিরল উদ্ভিদের খোঁজ পেলেন। যে গাছ এককালে পরিচিত ছিল ‘ইন্ডিয়ান লিপস্টিক প্লান্ট’ কিংবা ভারতীয় লিপস্টিপ গাছ নামে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা অরুণাচলের আজওয়ান জেলায় এই বিরল প্রজাতির গাছের হদিশ পেয়েছেন।
জানা গেছে, ১৯১২ সালে ব্রিটিশ বোটানিস্ট স্টিফেন ট্রয়টে ডুন প্রথমবার এই গাছ চিহ্নিত করেছিলেন। এই প্রজাতির বিভিন্ন গাছের লাল রঙের ফুলগুলো অনেকটা লিপস্টিকের মতো দেখতে হওয়ায় ওই নাম দেওয়া হয়েছিল। গবেষকরা একটি সায়েন্স জার্নালে জানিয়েছেন, এই ধরনের কোনও গাছ ১৯১২ সালের পর আর ভারতে খুঁজে পাওয়া যায়নি।
তবে এই গাছের পোশাকি নামের মানে জানলে খানিকটা অবাকই হবেন। গ্রিক শব্দ aischyne বা aischyn থেকে Aeschynanthus শব্দটি এসেছে। এর মানে হল লজ্জা। আর অ্যান্থসের অর্থ ফুল। এই গাছে ফল ও ফুল ফোটে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিরসবুজ অরণ্যের মাঝেই সাধারণত এই প্রজাতির গাছগুলো বেড়ে ওঠে। আর্দ্র পরিবেশ এই গাছের অনুক‚ল। সভ্যতার উন্নতির সঙ্গে ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল এই গাছও। শতাব্দী পর গবেষকরা লিপস্টিক গাছের খোঁজ পেলেন। সূত্র : টাইমস নাউ, নিউজ ১৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন