ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে সহিংসতায় দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ১০ পুলিশও রয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ঝাড়খণ্ডের রাজধানীর বেশ কয়েকটি অংশে কারফিউ জারি করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্যের জেরে বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ঢিল ছুড়তে শুরু করলে জনতা নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন শহরের অনেক দোকানপাটও বন্ধ ছিল। সূত্র : এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন