ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। শনিবার টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন তুরস্কের নাগরিক, দুইজন লেবাননের এবং একজন ইতালীয় পাইলট। ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নিহত হন তারা। অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমান বাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো বলেন, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন