শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্লেড নিয়ে হামলা, সারা মুখে ১১৮ সেলাই পড়ল তরুণীর

ব্লেড নিয়ে হামলা, সারা মুখে ১১৮ সেলাই পড়ল তরুণীর | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০৩ এএম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভারতে এক তরুণীর মুখে এলোপাথাড়ি ব্লেড চালিয়েছে দুষ্কৃতকারীরা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার সারা মুখে মোট ১১৮টি সেলাই করেছেন চিকিৎসক। ভারতের মধ্যপ্রদেশের ভোপালের টিটি নগর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভোপাল পুলিশের ডেপুটি কমিশনার সাই কৃষ্ণা এস থোটা জানিয়েছেন, শনিবার স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন ওই নারী। তাকে একটি জায়গায় দাঁড় করিয়ে দোকানে পানি কিনতে গিয়েছিলেন স্বামী। ওই সময় কয়েক জন দুষ্কৃতিকারী ওই নারীকে ঘিরে ধরে উত্ত্যক্ত করতে থাকে। রাগে এক ইভটিজারকে চড় কষান ওই নারী। ততক্ষণে লোকজন জড়ো হয়ে যায়। ওই নারীর কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পড়লে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এর পর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চেপে বাড়ি যাওয়ার সময় তাদের পিছু নেয় ওই দুষ্কৃতকারীরা। চলন্ত বাইকের কাছে এসে ওই নারীর মুখে এলোপাতাড়ি ব্লেড চালাতে শুরু করেন এক দুষ্কৃতকারী। ওই নারীর স্বামী কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে তার সারা মুখে ১১৮টি সেলাই করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখনও কোনও হামলাকারীকে গ্রেপ্তার করা যায়নি। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন