শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বন্দুক নিরাপত্তায় যে নিয়মে সম্মতি দিলেন মার্কিন আইনপ্রণেতারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০৩ এএম

মার্কিন সিনেটরদের একটি দ্বিদলীয় গ্রুপ বলেছেন তারা বন্দুক নিরাপত্তায় সম্ভাব্য আইন প্রণয়নে একটি ফ্রেমওয়ার্কে সম্মত হয়েছেন। এই পদক্ষেপে ২১ বছরের নিচে কেউ বন্দুক কিনতে চাইলে কঠোরভাবে তার পূর্ব ইতিহাস খতিয়ে দেখা হবে এবং অবৈধ বন্দুক কেনার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তার তুলনায় নতুন এই সম্মতি অনেক সীমিত। সম্প্রতি বড় কয়েকটি বন্দুক হামলার ঘটনায় কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র। শনিবার কঠোর বন্দুক আইনের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। গত ২৪ মে টেক্সাসের উভালদে শহরে রোব এলিমেন্টারি স্কুলে হামলায় ১৯ শিশু ও দুই শিক্ষক নিহত হন। ওই হামলার একদিন আগে নিউ ইয়র্কের বাফেলোতে আরেক হামলায় ১০ জন নিহত হন। এসব হামলার জেরে বন্দুক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। সিনেটরদের গ্রুপের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ, আমরা আমেরিকার শিশুদের সুরক্ষা, আমাদের স্কুলগুলোকে সুরক্ষিত রাখতে এবং আমাদের দেশে সহিংসতার হুমকি কমাতে একটি সাধারণ জ্ঞান, দ্বিপক্ষীয় প্রস্তাব ঘোষণা করছি’। এতে আরও বলা হয়, ‘পরিবারগুলো ভীত, এবং আমাদের কর্তব্য একত্রিত হওয়া এবং এমন কিছু করা যা তাদের সম্প্রদায়ে তাদের নিরাপত্তা এবং নিরাপত্তার অনুভূতি পুনরুদ্ধার করতে সাহায্য করবে।’ বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন