প্রশ্নের বিবরণ : আমার নাম এস বি এম শেহাবুদ্দীন খালেদ, নামটা রেখেছেন আমার বাবা। আমরা সৈয়দ বংশ। তাই আমি আমার মেয়ের নাম প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) এর মেয়ে হযরত ফাতেমা (রা.) এর নাম ফাতেমার সাথে আমার নামের শেষের খালেদ আর শুরুতে আমার বংশের নাম সৈয়দা মিলিয়ে ( সৈয়দা ফাতেমা খালেদ) নামটা রেখেছি । ডাক নাম রেখেছি (মিনহা), নেটে চার্স করে পেলাম, মিনহা অর্থ - আল্লাহর দান বা উপহার, জানতে চাই নামটা কি ঠিক আছে, নাকি কোন ভুল হয়েছে?
উত্তর : ঠিক আছে। আপনি যে সব চিন্তা করে নামটি রেখেছেন এসব ঠিকই আছে। মিনহা শব্দটির অর্থও ভালো।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন